অনলাইন ডেস্ক :
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুর্গাপূজার আবহে ছবির গল্প এবং এই ছবি দিয়েই আবার দীর্ঘদিন পর পর্দায় আসবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। থাকবেন অনসূয়া মজুমদারও। বর্তমানে আবীর কাজ করছেন উইন্ডোজের নতুন ছবি ‘ফাটাফাটি’তে। যেখানে ঋতাভরী চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। মেয়েদের বডি শেমিং নিয়ে চলে আসা ধ্যানধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে এই ছবি এক স্বপ্ন উড়ানের গল্প বলবে। গল্পে ঋতাভরীর স্বামীর চরিত্রে থাকছেন আবীর চট্টোপাধ্যায়। অন্যদিকে মিমি চক্রবর্তী এর আগে উইন্ডোজের সঙ্গে ‘পোস্ত’ ছবিতে কাজ করেছেন। ছবিতে মিমির বিপরীতে ছিলেন যীশু সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ও ছিলেন সেই ছবিতে। ‘ফাটাফাটি’ ছবির প্রচারের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ১২ মে গরমের ছুটিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তারপরই নতুন ছবির কাজে হাতে দেবেন শিবু-নন্দিতা। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। ঠিক হয়নি প্রপার কাস্টিং লিস্টও। তবে পূজার আবহে যেহেতু ছবির গল্প, তাই ইচ্ছে এই ছবি পূজাতেই রিলিজ করার।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত