January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 4th, 2022, 7:48 pm

আবারও একসঙ্গে প্রভাস-আনুশকা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার সফল জুটি প্রভাস ও আনুশকা শেঠি। অভিনয় ক্যারিয়ারে ‘বিল্লা’, ‘মির্চি’, ‘বাহুবলি’র মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ২০১৭ সালে মুক্তি পায় এ জুটির ‘বাহুবলি টু’ সিনেমাটি। এরপর একসঙ্গে কাজ করার গুঞ্জন চাউর হলেও তা বাস্তব রূপ নেয়নি। দীর্ঘ ৫ বছর পর ফের জুটি বাঁধতে যাচ্ছেন প্রভাস-আনুশকা। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রভাসকে নিয়ে পরিচালক মারুতি একটি সিনেমা নির্মাণ করছেন। এ সিনেমায় অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়েছেন আনুশকা শেঠি। খুব শিগগির এ সিনেমার ঘোষণা দেবেন নির্মাতারা। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন ‘এ সিনেমায় তিনটি প্রধান নারী চরিত্র রয়েছে। একটিতে অভিনয় করবেন আনুশকা শেঠি। অন্য দুই নারী চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছেন নির্মাতারা। ২-৩টি শিডিউলের মধ্যে সিনেমাটির শুটিং শেষ করবেন। কমেডি ঘরানার এ সিনেমা প্রযোজনা করবেন ডিভিভি দানাইয়া।’ প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে শ্যাম’। রাধা কৃষ্ণা পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে সফল হলেও দর্শক-সমালোচকদের প্রশংসা পায়নি। অন্যদিকে আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। ২০২০ সালে মুক্তি পায় এটি।