January 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 18th, 2022, 7:29 pm

আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া

অনলাইন ডেস্ক :

দেশের গন্ডি পেরিয়ে অনেক আগেই কলকাতার সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় মুনিন্সায়ন মুগ্ধ করছেন দুই বাংলার দর্শকদের। যা রেশ ধরে সম্প্রতি যাত্রা শুরু করেছেন হিন্দি সিনেমাতেও। শুধু তাই নয়, কাজের স্বীকৃতিস্বরূপ অর্জনের ঝুলিও পূর্ণ করছেন নিয়মিত। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হরহামেশাই দেখা মেলে তার ছবির। সেই ধারাবাহিকতায় এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরেও জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এতে ভারতীয় ভাষার সিনেমা শাখায় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ছবি ‘ওসিডি’। জয়া আহসান নিজেই আনন্দের খবরটি জানিয়েছেন। জানা গেছে, উৎসবে অংশ নেওয়া আরও ১১টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ওসিডি। জয়া আহসান বলেন, নন্দন-২ এবং ২০ ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে বিকেলে দর্শকদের দেখানো হবে ওসিডি। যেকোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হলে ভালো লাগে। ওসিডি ছবির অন্যতম বিষয় হলো এর গল্প। পাশাপাশি এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই দারুণ করেছেন। আমার বিশ্বাস প্রতিযোগিতার ফলও আশানুরূপ হবে।’ উল্লেখ্য, ‘ওসিডি’ পশ্চিমবঙ্গে জয়ার নতুন সিনেমা। এর পূর্ণাঙ্গ রূপ ‘অবসেসিভ-কমপালসিভ ডিজঅর্ডার’। এটি এক ধরনের মনোরোগ। এতে একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসক শ্বেতার চরিত্রে অভিনয় করেছেন জয়া। এ ছবিটি ছাড়াও জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’, ‘কালান্তর’সহ আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।