November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 2nd, 2025, 3:13 pm

আবারও জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের অভ্যন্তরীণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় দলটির আমির নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য আমিরের দায়িত্ব পালন করবেন।

রোববার (২ নভেম্বর) জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। তিনি শনিবার (১ নভেম্বর) রাতে আমির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের জামায়াতের সদস্য বা ‘রুকনদের’ কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।

ফলাফলে দেখা যায়, ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

এনএনবাংলা/