অনলাইন ডেস্ক :
কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী এর আগেও বেশ কয়েকটি ঢাকার সিনেমায় গান করেছেন। এরমধ্যে রয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘ঢাকা অ্যাটাক’, ‘পায়ের ছাপ’। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘কাগজ’ নামে একটি সিনেমার জন্য নতুন একটি গান করেছেন এই গায়িকা। গানের শিরোনাম ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’। আবারও বাংলাদেশের সিনেমায় গান করতে পেরে উচ্ছ্বসিত সোমলতা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘কাগজ’ সিনেমার গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই সিনেমায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগেও বাংলাদেশের সিনেমায় গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ‘কাগজ’ সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদি। গানটির কথাও তার লেখা। গানটির সুর করেছেন অভিজিৎ সরকার আর সংগীত আয়োজন করেছেন অভিষেক ব্যানার্জি। কলকাতার একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ডিং হয়েছে। সোমলতা ‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলাশেষে’সহ অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। ময়মনসিংহের মুক্তাগাছায় তাদের আদি বাড়ি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব