দেশে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ এই মৃদু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল এলাকা।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৩। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।
তিনি জানান, কম্পনটির উৎসস্থান ছিল গাজীপুর অঞ্চলে, যা আশপাশের এলাকায় হালকা কম্পন তৈরি করে।
এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় বছরের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলো ব্যাপকভাবে কেঁপে ওঠে। এতে অন্তত ১১ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবারের ওই ভূমিকম্পটি রেকর্ড করা হয় সকাল ১০টা ৩৮ মিনিটে, যার মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।
এক দিনের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান
জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি: মির্জা ফখরুল
ঢাকায় পৌঁছে ভূমিকম্পে হতাহতের খবর নিলেন ভুটানের প্রধানমন্ত্রী