January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 7:24 pm

আবারও নির্যাতনের শিকার পুনম পান্ডে, গ্রেফতার স্বামী

অনলাইন ডেস্ক :

ফের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন পুনম পান্ডে। এবার হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে। আর তার অভিযোগের ভিত্তিতে স্যাম বম্বেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সংস্থা এএনআইয়ের মাধ্যমে সোমবার রাতে প্রকাশ্যে আসে এই খবর। এদিনই মুম্বই থেকে স্যাম বম্বেকে গ্রেপ্তার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয় পুনম পান্ডেকে। এখনও অভিনেত্রী হাসপাতালে রয়েছেন কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যেই প্রেমিক স্যাম বম্বের সঙ্গে বিয়ে সেরেছিলেন পুনম। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবি। তারপরই মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। সেখানেও স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন পুনম। গোয়া পুলিশের কাছে তিনি জানিয়েছিলেন, স্যাম বম্বে নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে খাটের কোণায় মাথা ঠুকে দেওয়ার পাশাপাশি মেঝেতে শুইয়ে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ জানান। কিন্তু সপ্তাহ খানের পরই আবার স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে পুনম জানান, সমস্ত মনোমালিন্য ভুলে তারা আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় পুনমের বক্তব্য ছিল, সব সম্পর্কেই একটু চড়াই-উতরাই থাকে। তারা একে অন্যকে বড্ড বেশি ভালোবাসেন। তাই একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সুখের সংসারে আবারও ভাঙন ধরল গত সোমবার।