May 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 2nd, 2025, 1:01 pm

আবারও বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ/ ফাইল ছবি:

অনলাইন ডেস্ক:
দিল্লি ও এর আশপাশে আশ্রয় নেওয়া অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে দিল্লি পুলিশকে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ওই বৈঠকেই তিনি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে পুলিশদের নির্দেশ দিয়েছেন।

ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, দিল্লির আশপাশে বসবাসরত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের কাছে তথ্য জানতে চান অমিত শাহ। আমরা তাকে জানাই যে, দিল্লির আশপাশের এলাকার বাংলাদেশি ও রোহিঙ্গাদের ব্যাপারে নিরীক্ষা চলছে। যারা ভুয়া নথি কিংবা কোনো নথি ছাড়াই বসবাস করছে তাদের তালিকা করা হচ্ছে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এ ব্যাপারে আমাদের সবার কঠোর হতে হবে। অবৈধ অভিবাসীদের অবশ্যই যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অমিত শাহ আরও বলেন, ‘অবৈধ অভিবাসীদের এটি একটি বড় নেটওয়ার্ক। যে কোনো মূল্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। সব অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এজন্য প্রয়োজনে কঠোর অভিযান চালাতে হবে।