January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 23rd, 2022, 7:58 pm

আবারও বাংলা টাইগার্সের কোচ আফতাব

অনলাইন ডেস্ক :

চলতি বছরের নভেম্বরে আবুধাবিতে বসবে টি-টেন লিগের ষষ্ঠ আসর। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই লিগে ফের কোচের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে। বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করবেন আফতাব। মঙ্গলবার (২৩ আগষ্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। এর আগে প্রথম আসরেও বাংলা টাইগার্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছিলেন আফতাব। ওই আসরে তাঁর সঙ্গে দলটির কোচিং স্টাফে ছিলেন নাফিস ইকবাল ও মোহাম্মদ নাজিমউদ্দিনও। দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত আফতাব, ‘ঘরে ফেরার মতো অনুভব করছি। টি-টেন লিগের প্রথম আসরটা বেশ উপভোগ করেছিলাম। দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে এবারও আমি মুখিয়ে আছি। প্রথম আসরে আমার অধীনে দল রানার-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করলেও এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ’