December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 1st, 2023, 9:19 pm

আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক

অনলাইন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব আবারও পুনরুদ্ধার করেছেন টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গেছেন তিনি। প্যারিস ট্রেডিংয়ে এলভিএমএইচ এর মালিক বার্নার্ড আর্নল্ট এর শেয়ার ২ দশমিক ৬ শতাংশ কমে গেলে গত বুধবার ইলন মাস্ক আবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব অর্জন করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স এর এই বছরের তালিকায়, বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির মধ্যে শীর্ষস্থানের আছেন ইলন মাস্ক। গত ডিসেম্বর মাসে ইলন মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন এলভিএমএইচ এর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। বার্নার্ড আর্নল্ট লুই ভিটন, ফেন্ডি, হেনেসিসহ বিভিন্ন ব্র্যান্ডের মালিক।

অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যে এপ্রিল মাস থেকে এলভিএমএইচ এর শেয়ার ১০ শতাংশ কমে যায়, যা বার্নার্ড আর্নল্ট এর ১১ বিলিয়নের নিট মূল্যের ধস নামায়। অন্যদিকে নানা সমালোচনার মাঝেও চলতি বছর টেলায়র শেয়ারে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার লাভ করেন ইলন মাস্ক। যা তার নেট মূল্যকে ৬৬ শতাংশ থেকে ৭১ শতাংশে বৃদ্ধি করেছে। বর্তমান ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং বার্নার্ড আর্নল্ট এর মোট সম্পদের পরিমাণ ১৮৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।