January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 7:49 pm

আবারও ব্যস্ত দীঘি

অনলাইন ডেস্ক :

অনেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছে প্রার্থনা ফারদিন দীঘির। নানা কারণে অনেকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। তারপরও থেমে থাকেননি; একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত রোববার রাজধানীর বারিধারায় ‘সোলাস্তা’ ফ্যাশন ব্র্যান্ডের আসন্ন ঈদ আয়োজনের ফটোশুটে অংশ নেন দীঘি। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মেহেরাব ও হাদি। দীঘির সঙ্গে এ ফটোশুটে আরো অংশ নেন মডেল হৃদয়, সৌরভ, সাজ্জাদ, রিপন, রেহান, নেহাফ প্রমুখ। কাজটি করে উচ্ছ্বসিত দীঘি বলেন, ‘প্রথমবার প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করলাম। সেই সঙ্গে বিলবোর্ডের জন্য এ ধরনের কাজ এটিই প্রথম। ঈদের আগে বড় বড় কয়েকটি বিলবোর্ড হবে; ভাবতেই অন্যরকম ভালো লাগছে। প্রথমবার বিলবোর্ডে নিজেকে দেখেছিলাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার প্রচারে। আর কাজের জন্য এবারই প্রথম বিলবোর্ডে আমাকে দেখা যাবে।’ কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘‘ঈদ উপলক্ষে ফটোশুটের ব্যস্ততা বেড়েছে। ঈদের নতুন ডিজাইনের পোশাকের জন্য ফটোশুট করছে ফ্যাশন হাউজগুলো। নতুন কনসেপ্ট নিয়ে দেশের জনপ্রিয় মডেল ও তারকাদের নিয়ে শুট করছি। তারই ধারাবাহিকতায় ‘সোলাস্তা’ ফ্যাশন হাউজের শুট করলাম।’’ সোলাস্তার সিইও শামছুল হক রিপন বলেন, ‘সবগুলো পোশাক সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব ডিজাইন করা। ঈদুল আজহার জন্য বেশকিছু বিলবোর্ডে হবে। তার জন্য এই ফটোশুটের আয়োজন।’ সম্প্রতি ‘শেষ চিঠি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন দীঘি। সুমন ধর পরিচালিত এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দীঘি।