অনলাইন ডেস্ক :
উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনী জানিয়েছে।
এমন এক সময়ে এই মিসাইল নিক্ষেপ করা হলো যখন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের বৈঠক নিয়ে খবর আসছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকায় এই মিসাইল নিক্ষেপ করা হয়।
এর আগে সেপ্টেরের মাঝামাঝি এবং অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ উঠে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড