January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 7:35 pm

আবারও বড় পর্দায় ফিরছেন ক্যামেরন ডিয়াজ

অনলাইন ডেস্ক :

আট বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। অভিনেতা জেমি ফক্সের সাথে ‘ব্যাক ইন অ্যাকশন’ নামক একটি নেটফ্লিক্স মুভিতে অভিনয় করবেন তিনি। এর আগে ২০১৪ সালে ফক্সের সাথে ‘অ্যানি’ মুভিতে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে হলিউড থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন ডিয়াজ। অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে ডিয়াজ ইন্সটাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। তবে, নেটফ্লিক্স এখনো মুভিটি মুক্তির তারিখ নির্ধারণ না করলেও এ বছরই কাজ শুরু হতে পারে বলে টুইটারে জানিয়েছে ফক্স। সিএনএন এর প্রতিবেদন থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে ততটা সক্রিয় না থাকলেও একটি অরগানিক ওয়াইন লেবেল চালু করা নিয়ে ব্যস্ত ছিলেন ক্যামেরন ডিয়াজ। গত বছর তিনি বলেছিলেন, একজন মা হয়ে এখন তিনি ১৬ ঘণ্টা সিনেমার সেটে থাকার কথা কল্পনাও করতে পারেন না। ২০১৫ সালে গায়ক বেঞ্জি ম্যাডেনকে বিয়ে করেন ক্যামেরন ডিয়াজ। ২০২০ এ সন্তানের মা হন তিনি।