January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 25th, 2023, 8:55 pm

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

অনলাইন ডেস্ক :

চলতি বছরের ফেব্রুয়ারির শক্তিশালী সেই ভূমিকম্পের ভয়াবহতা আজও ভুলতে পারেনি তুরস্কের জনগণ। এরইমধ্যে পাঁচ মাসের মাথায় মাঝারি মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল এশিয়া-ইউরোপের মধ্যবর্তী দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টায় দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশ কেঁপে উঠে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে। ফলে আতঙ্কিত হয়ে পরে প্রদেশটির জনগণ।

তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে মঙ্গলবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা। ইস্তাম্বুলের কান্দিলি ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আদানা শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) দূরে সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত কোজান জেলায়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১২ কিলোমিটার (৭.৪৬ মাইল)। তবে মাঝারি মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্পটি মাঝারি মানের হলেও সাধারণ মানুষের মধ্য ব্যাপক আতঙ্ক তৈরি হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। ফলে রাস্তায় নেমে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন অনেকে। মাত্র সাড়ে পাঁচ মাস আগে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় তুরস্কে। ৭.৮ মাত্রার ওই ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করে তুরস্কের দক্ষিণাঞ্চলে এবং উত্তর সিরিয়ার কিছু অংশে।