January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 26th, 2022, 7:34 pm

আবারও মা হচ্ছেন রানী মুখার্জি?

অনলাইন ডেস্ক :

রানী মুখার্জি কাজের বাইরে নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখেন। সম্প্রতি তাকে দেখা যায় সিদ্ধি বিনায়ক মন্দিরে। ‘শমশেরা’র জন্য পূজা দিতে সেখানে গিয়েছেন তিনি। মন্দিরে ধারণ করা রানীর একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। সোশ্যাল জগতে রানী সক্রিয় নন। বলিউড ইভেন্টেও দেখা যায় না তাকে। করণ জোহরের জন্মদিনের পার্টিতে তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর ক্যামেরায় ধরা পড়লেন ধর্মা প্রডাকশনের ‘শমশেরা’ ছবির জন্য পূজা দিতে গিয়ে। গাঢ় সবুজ রঙের একটি পোশাক পরেছেন রানী। গোলাপি ওড়নার সাহায্যে পেট আড়াল করে রেখেছেন। আর তা দেখেই অনেকের ধারণা হয়েছে আবার মা হতে চলেছেন রানী। ২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রানী। মেয়ে একটু বড় হতেই ফের ফিরেছিলেন বলিউডের পর্দায়। ‘মর্দানি’ ছবি দিয়ে কামব্যাক করেছিলেন। তবে বক্স অফিসে ছবিটি ব্যর্থ হয়েছে।