অনলাইন ডেস্ক :
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে প্রথম দুটি ম্যাচ ভালো কাটেনি সাকিব আল হাসানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিলেন ‘গোল্ডেন ডাক’। এরপর ঘুরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। আগের দিন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ পারফর্ম করে দল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সকে জিতিয়েছিলেন, হয়েছিলেন ম্যাচসেরা। সোমবার ভোরে নিজের চর্তুথ ম্যাচেও দুর্দান্ত খেলেছেন সাকিব। ভোরে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিল সাকিবের গায়ানা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। গায়ানার রোমারিও শেফার্ড তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন কিমো পল ও ওডিন স্মিথ। ২ দশমিক ৩ ওভারে ১২ রান দিয়ে এক উইকেট পান সাকিব। এরপর ব্যাট হাতে নৈপুণ্য দেখান সাকিব। ১২৬ রান তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়েছিল গায়ানা। চারে নেমে সাকিব আল হাসান খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। সাকিবরা ৫ উইকেটে ম্যাচটি জিতে যায় মাত্র ১৪ দশমিক ৩ ওভারে।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম