January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 2nd, 2023, 8:33 pm

আবারও রোনালদোর সামনে পিএসজি

অনলাইন ডেস্ক :

গত জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েই খেলেন হাইভোল্টেজ ম্যাচ। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম দুই সেরা তারকা। লিওনেল মেসির পিএসজির সামনে দাঁড়ায় রোনালদোর রিয়াদ অল স্টার একাদশ। আবারও রোনালদোর সামনে দাঁড়াচ্ছে পিএসজি, তবে এবার থাকবেন না মেসি। শুক্রবার (২রা জুন) ফ্রান্সের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে, জাপানে গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচে তারা রোনালদোর আল নাসর ও চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানের সঙ্গে লড়বে।

গত মৌসুমে জাপান সফরে তিনটি স্থানীয় ক্লাবের সঙ্গে ম্যাচ খেলেছিল পিএসজি। তাদের স্বাগত জানাতে ছিল জাপানি দর্শকদের উপচে পড়া ভিড়, এমনকি ট্রেনিং সেশনেও। ওই দেখায় রোনালদো জোড়া গোল করলেও ৫-৪ গোলে হেরে যায় সৌদি ক্লাব। আগামী ২৫ জুলাই ওসাকায় আল নাসরের মুখোমুখি হবে পিএসজি, তিন দিন পর খেলবে জে লিগ ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে। ১ আগস্ট টোকিও জাতীয় স্টেডিয়ামে তাদের খেলা ইন্টারের বিপক্ষে। এবার আর রোনালদো ও মেসির মুখোমুখি লড়াই হচ্ছে না, সামনের মাসেই ক্লাব ছাড়ছেন আর্জেন্টিনার তারকা। এই সফরের ঘোষণা দেওয়ার সময় পিএসজির ওয়েবসাইটে প্রকাশিত খেলোয়াড়দের ছবির মধ্যে মেসিকে দেখা যায়নি।