অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। ব্রাজিলকে পেছনে ফেলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর্জেন্টিনার মতো এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গত মাসে প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। সেই পারফরম্যান্সের সুবাদে ৬ বছর পর র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যায় মরক্কোর কাছে। সেটিরই প্রতিফলন তাদের র্যাঙ্কিংয়ে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স। র্যাঙ্কিংয়ে সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে। গত মাসের শেষ সপ্তাহে তারা ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে; প্রথমটিতে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজেরা হেরে যায় একই স্কোরলাইনে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি