Sunday, November 26th, 2023, 8:27 pm

আবারও সন্তানের মা হলেন আলভী

অনলাইন ডেস্ক :

দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হয়েছেন ‘লাক্স সুপারস্টার ২০০৭’-এর প্রথম রানার আপ শেখ সামরোজ আজমি আলভী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় গত বৃহস্পতিবার দ্বিতীয় কন্যা আজমিরা হাসিন নাহলির মা হয়েছি। অনুগ্রহ করে আমার ও বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।’ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আলভী। সেখানকার ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যার জন্ম দিয়েছেন। ২০১৮ সালের জানুয়ারিতে প্রথম কন্যার মা হয়েছিলেন তিনি।

২০১২ সালে তিনি বিয়ে করেন আমির হাসানকে। এরপর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। লাক্স সুপারস্টারের পর ছোট পর্দায় নিজেকে মেলে ধরেন আলভী। ‘অলসপুর’ নাটকে আনারসি চরিত্রে অভিনয়ে মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তবে বিয়ের পর থেকেই অভিনয়ে একপ্রকার অনিয়মিত হয়ে পড়েন এই অভিনেত্রী।