অনলাইন ডেস্ক :
একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকেই অভিনয় করে সফলতা পেয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার এরই ধারাবাহিকতায় তারা কাজ করলেন ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের নাটকে। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। জোভান বলেন, সুন্দর রোমান্টিক একটি গল্পের নাটক। কাজ করে ভালো লেগেছে। তাসনিয়া ফারিণ নাটকটি নিয়ে বলেন, ভালো গল্প ও নির্মাণ। তাই কাজ করাটা উপভোগ করেছি। আশা করছি সবারই ভালো লাগবে।
আরও পড়ুন
‘মাসুদ রানা’ সিরিজের গল্পে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ
কবরীকে নিয়ে ৩ দিনব্যাপী উৎসব
মধুমিতার বিয়ে