অনলাইন ডেস্ক :
তাকে শেষ দেখা গিয়েছিল ‘চন্দ্রকান্তা’ ধারাবাহিকে রানীর ভূমিকায়। তারপর দীর্ঘ সময় কাটিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন ঊর্বশী ঢোলাকিয়া। প্রায় ৪ বছর পর ছোট পর্দার ফিকশনে অভিনয় করতে দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে ‘নাগিন ৬’তে তিনি অভিনয় করতে চলেছেন। এখন প্রশ্ন হলো- তিনি কোনো নারী চরিত্রে অভিনয় করবেন নাকি ‘নাগিন’ হবেন তা জানা যায়নি। এই ধারাবাহিকে রুবিনা দাইলাক বা মাহিরা শর্মারও অভিনয় করার কথা চলছে।
আরও পড়ুন
‘মাসুদ রানা’ সিরিজের গল্পে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ
কবরীকে নিয়ে ৩ দিনব্যাপী উৎসব
মধুমিতার বিয়ে