January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 30th, 2022, 7:34 pm

আবারো প্রেমের দেখা পেলেন হৃতিক

অনলাইন ডেস্ক :

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথাবার্তা বলেন না বলিউডের গ্রিক দেবতা খ্যাত সুপারস্টার হৃতিক রোশন। আর সবকিছু লুকিয়ে রাখতে পারার সক্ষমতাও আছে তাঁর। আছে অসাধারণ পিতৃত্বগুণ। সেই ২০১৪ সালে সুসান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল হৃতিক রোশনের। তবু সুসানের সঙ্গে এখনও সুসম্পর্ক। কোনও দিন মন্দবাক্য বের হয়নি তাঁর মুখ থেকে। বরং সুসানের সঙ্গে মিলেমিশে সন্তানদের দেখভাল করেন। সেই হৃতিক নাকি এবার প্রেমের দেখা পেয়েছেন! বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার বিশেষ খবর, হৃতিক রোশনের একজন ঘনিষ্ঠ বন্ধু পোর্টালটিকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হৃতিক ওরফে দাগ্গু সব সময় ব্যক্তিগত জীবনের খবরাখবর গোপন রাখতে চান। হৃতিক কিছুদিন ধরে গোপনে উদীয়মান অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন। আর সেই সম্পর্ক প্রকাশ্যে আনার সময় এসেছে। তাঁরা দুর্দান্ত যুগল। মনে হচ্ছে, সাবেক দম্পতি হৃতিক ও সুসান উভয়েই অবশেষে তাঁদের জীবনে নতুন সঙ্গীর দেখা পেয়েছেন। সুসান খান ‘জিয়া অউর জিয়া’ অভিনেতা আরসলান গনির ঘনিষ্ঠ হয়েছেন। আর হৃতিক সাবা আজাদের প্রেমে পড়েছেন। হৃতিক রোশন ও সুসান খান শৈশবের বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান। তাঁরা শুধু ভালো অভিভাবকই নন, একে অন্যের দারুণ সহায়কও। যখন কঙ্গনা রনৌতের সঙ্গে হৃতিক রোশনের তুমুল ঝামেলা চলছিল, তখন হৃতিকের পাশে দাঁড়িয়েছিলেন সুসান। যখন বিবাহবন্ধনে ছিলেন, তখনও যেমন বি-টাউনে আলো ছড়িয়েছিলেন সুসান খান ও হৃতিক রোশন; বিবাহবিচ্ছেদের পরেও তাঁরা যুগলপ্রেম ও মাতৃ-পিতৃরূপ দেখিয়েছেন। ১৪ বছর হৃতিক রোশনের স্ত্রী ও জীবনসঙ্গী ছিলেন সুসান। ২০১৪ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং এ খবরে বিশাল ঝাঁকুনি খায় অনুরাগীদের মন। এখন দেখা যাক, হৃতিক ও সুসানের নতুন প্রেমের খবর আদৌ আনুষ্ঠানিক হয় কি না।