January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 13th, 2024, 8:37 pm

আবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার অশ্বিন

অনলাইন ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে অবিশ্বাস্য বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন। স্বীকৃতিও পেয়ে গেলেন ভারতীয় অফস্পিনার। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সতীর্থ যশপ্রীত বুমরাকে সরিয়ে এক নম্বর বোলার এখন অশ্বিন। বুধবার (১৩ মার্চ) হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তাতে গত জানুয়ারিতে হারানো শীর্ষস্থান আবার ফিরে পেয়েছেন অশ্বিন। ২০১৫ সালে প্রথমবার এক নম্বর বোলার হওয়া অশ্বিন সবশেষ সিরিজে ২৬ উইকেট নেন। ৪-১ এ সিরিজ জেতা ভারতের হয়ে দুইবার ইনিংসে পাঁচ উইকটে পান এই অফস্পিনার। তৃতীয় টেস্টে পারিবারিক জরুরি কারণে মাঠ ছাড়লেও ফিরে এসে বাজিমাত করেন। শেষ দুই টেস্ট জয়ে বড় অবদান রাখেন তিনি।

ধর্মশালায় ক্যারিয়ারের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ৯ উইকেট নেন অশ্বিন। রাজকোটে তৃতীয় টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকেও নাম লেখান তিনি। অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই এলিট ক্লাবে জায়গা পান অশ্বিন। বুমরা নেমে গেছেন দুই নম্বরে, সেখানে তার সঙ্গে জায়গা ভাগাভাগি করছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড সিরিজে ১০ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডকে ২-০ তে হারাতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া প্যাট কামিন্স পঞ্চম স্থানে। রোহিত শর্মা ৪০০ রান নিয়ে সিরিজ শেষ করেছেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরেছেন তিনি। ভারতীয় অধিনায়ক পাঁচ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে। দুটি ডাবল সেঞ্চুরিতে ৭১২ রান করা যশস্বী জয়সওয়াল দুই ধাপ লাফিয়ে আট নম্বরে। বাজে শুরুর পর দুটি সেঞ্চুরি মারা শুবমান গিল ১১ ধাপ এগিয়ে ২০তম স্থানে।