নিজস্ব প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের জন্য যা যা করণীয়, বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নিশ্চিত করা হবে। এজন্য শিক্ষার্থীদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে আবাসিক হলসমূহ পরিদর্শন শেষে শিক্ষার্থীদের তিনি এসব কথা বলেন।
হল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোঃ আমির শরীফ, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. মোছা: সিফাত রুমানাসহ সহকারী প্রভোস্টবৃন্দ।
পরিদর্শনকালে উপাচার্য আবাসিক হলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। উপাচার্য বলেন, আবাসিক হলের জন্য যা যা দরকার তা চিহ্নিত করা হয়েছে। হলের মধ্যেই শিক্ষার্থীদের জন্য রিডিং রুম, পত্রিকা রুম, টিভি রুম, ফটোস্ট্যাট মেশিন, লন্ড্রি, সেলুন, খাবার দোকানসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হবে। আবাসিক হলে কোনো গণরুম রাখা হবে না।
উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অবস্থা খারাপ ছিল। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থ হলগুলিকে মেরামত করা হয়েছে। বিদ্যাপীঠ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পায় সেই ব্যাপারে কাজ করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে তা যেন হাতছাড়া হয়ে না যায় এজন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান উপাচার্য। এছাড়া, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীদের অবস্থান কি-তা জানার জন্য তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঐ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তাবিউর রহমান প্রধান। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বলবৎ থাকবে।
আরও পড়ুন
বছরজুড়ে শিক্ষায় অস্থিরতা, শিক্ষার্থীদের হাত ধরেই ‘বিজয়’
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারিতে