অনলাইন ডেস্ক :
বসুন্ধরা কিংস এরেনা এলিটা কিংসলের বেশ চেনা। এখানে বসুন্ধরা কিংসের হয়ে গোলও আছে। দল পাল্টে আবাহনী লিমিটেডে নাম লিখে একই মাঠে গোলও পেলেন। ব্রাজিলিয়ান অগাস্তোর পর কিংসলের গোলে যখন তিন পয়েন্ট নিশ্চিত হচ্ছিল, তখনই এমফন উদোহ বাধা হয়ে দাঁড়ান তাদের জয়ে। এই নাইজেরিয়ানের শেষ মুহূর্তের গোলে আবাহনীকে ২-২ গোলে রুখে দিয়েছে শেখ রাসেল। প্রিমিয়ার লিগে শুক্রবার প্রথমার্ধের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। কোনো দলই গোলমুখ উন্মুক্ত করতে পারছিল না। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট-ই যা একটু লড়াই হলো। ম্যাচ ঘড়ির ৩৩ মিনিটে মেহেদী হাসান রয়েলের চিপ গোলকিপার আশরাফুল ইসলাম রানা কোনোমতো প্রতিহত করে আবাহনীকে গোল বঞ্চিত করেছেন। ৩ মিনিট পর শেখ রাসেলও গোলের সুযোগ পেয়েছিল। চার্লস দিদিয়েরের ক্রসে এমফন উদোহ দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে হেড করলেও তা পোস্টের বাইরে দিয়ে গেছে। ৩৯ মিনিটে কলিনদ্রেসের পাসে মেহেদী হাসানের দ্বিতীয় দফায় নেওয়া জোরালো শটও লক্ষ্যে থাকেনি। ৪২ মিনিটে রাফায়েল কয়েকজনকে কাটিয়ে পাস দিয়েছিলেন কলিনদ্রেসকে। কোস্টারিকান এই ফরোয়ার্ড লক্ষ্যে শট নিলেও তা এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। তবে বিরতির পর হয়েছে চারটি গোল। ৬০ মিনিটে কাক্সিক্ষত গোলটির দেখা পায় আবাহনী। কলিনদ্রেসের কর্নারে অগাস্তো লাফিয়ে উঠে হেড করে গোল করে সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন। তবে অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। ৬৬ মিনিটেই সমতায় ফেরে শেখ রাসেল। কঙ্গোর জুনিয়র মাপুকু চার্লস দিদিয়েরের সঙ্গে ওয়ান টু খেলে বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেছেন। ৮২ মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিকে পিটার এনরোচ ফাঁকায় পেয়েও জয়সূচক গোলটি করতে পারেননি। বল চলে যায় দূরের পোস্ট দিয়ে বাইরে। ৮৪ মিনিটে অগাস্তোর পাসে এনরোচে ক্রস বাড়ান কিংসলের উদ্দেশ্যে, গোলকিপার এক হাত উঁচিয়ে তা নস্যাৎ করার চেষ্টা করেও পারেননি; গোলপোস্টের সামনে থেকে কিংসলে হেড করেই ব্যবধান গড়ে দিয়েছেন। যোগ করা সময়ে শেখ রাসেল আবারও ম্যাচে ফিরে আসে। বদলি জামাল ভূঁইয়ার দারুণ এক লং পাস বক্সের ভেতরে পেয়ে এমফন উদোহ গড়ানো শটে গোলকিপার শহিদুলকে পরাস্ত করেছেন। তাতে ড্রয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দিনের অন্য ম্যাচে মোহামেডান আগে গোল করেও জিততে পারেনি। শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। পুলিশ এফসি ৪-০ গোলে জিতেছে এফসি উত্তরার বিপক্ষে। এই রাউন্ডের ম্যাচ শেষে আবাহনী ৬ ম্যাচে তৃতীয় ড্রতে ১২ পয়েন্ট পেয়েছে। শেখ রাসেল এক ম্যাচ কম খেলে ৭ ,সমান ম্যাচে শেখ জামাল ১২, পুলিশ ৮, মোহামেডান ৬ ও উত্তরা এফসি এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা