Wednesday, December 24th, 2025, 4:48 pm

আবুধাবি বিগ টিকিটে দুই বাংলাদেশি জিতলেন ৩ কোটি টাকার লটারি

 

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি আবুধাবি বিগ টিকিট সিরিজ ২৮১-এর র‌্যাফেল ড্রতে পুরস্কার জিতেছেন। বিজয়ীরা প্রত্যেকে পেয়েছেন ১ লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত র‌্যাফেল ড্রতে বিজয়ী হন আবুধাবিতে বসবাসরত আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল। পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা। তবে জয়ের খবর পেয়ে দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আমরু মিয়া বলেন, “আমি খুব খুশি। বিশ্বাসই করতে পারছি না।” তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একই অনুভূতির কথা জানান মোহাম্মদ আরিফুল।

আয়োজকদের তথ্যমতে, চলতি শীত মৌসুমে নতুন চমক নিয়ে আসছে বিগ টিকিট। আগামী ৩ জানুয়ারি লাইভ ড্রতে একজন বিজয়ী পাবেন ৩ কোটি দিরহাম। একই দিনে আরও ৫ জন বিজয়ী ৫০ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন।

বিগ টিকিটের র‌্যাফেল ড্রতে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের বিগ টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন।

প্রসঙ্গত, ‘বিগ টিকিট’ হলো আমিরাতের একটি বৈধ র‌্যাফেল ড্র। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট পরিসরে এর যাত্রা শুরু হয়। শুরুতে যাত্রীদের টিকিট কেনার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দেওয়া হতো। সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়ে। উদ্যোক্তাদের দাবি, তিন দশকেরও বেশি সময় ধরে এর মাধ্যমে বিপুল অঙ্কের পুরস্কার বিতরণ করা হয়েছে।

এনএনবাংলা/