আবু সাঈদ জুলাই আন্দোলনের প্রেরণার উৎস ছিল। আবু সাঈদ শাহাদত হওয়ার পর সারা দেশে যে দাবানল ছড়িয়ে পড়েছিল, সেই দাবানলের কারণে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুরে শহীদ আবু সাঈদ গেইটে গণতন্ত্র মঞ্চ আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার ১৫ বছর খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। বিশেষ করে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তারা বাংলাদেশের জনগণের ওপর ভয়ঙ্কর শাষন কায়েম করেছিল। সেই ক্ষোভ নিয়ে মানুষ ২০২৪ সালে রাজপথে নেমেছিল। আবু সাঈদসহ এই প্রজন্ম তাদের ভবিষৎ উজ্জল করার লক্ষ্য নিয়ে জীবনের মায়া ত্যাগ করেছিলেন। সেই ত্যাগের মাধ্যমে তারা মহত্ব দেখিয়েছেন। সেই ত্যাগের মহানায়ক ছিলেন আবু সাঈদ। তাই তরুণ প্রজন্ম আবু সাঈদের সামনে রেখে তাদের ভবিষৎ তৈরি করবে।
তিনি আরও বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে কিন্তু ফ্যাসিবাদি ব্যবস্থা এখনও রয়েছে। আমরা সেই ফ্যাসিবাদি ব্যবস্থাকে বদলানোর লড়াইয়ে রাজপথে আছি। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আবু সাঈদ যেভাবে প্রাণ দিয়ে দেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে, সেই ঐক্যকে বজায় রাখতে হবে। যারা এই ঐক্য বিনষ্ট করবে, তারা দেশের ভালো চায় না। তারা দেশের ও জাতির শত্রু। তাদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।জোনায়েদ সাকি আরও বলেন, আমরা বিচার চাই, নির্বাচন, সংষ্কার চাই। এসবের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। তাহলেই জুলাই আন্দোলনে যারা প্রাণ দিলেন, তাদের প্রতি আমরা সম্মান দেখাতে পারবো।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় প্রতিবাদে খুলনা মহানগরী জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জের ঘটনায় খুলনা উত্তপ্ত
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে ‘ব্লকেড’