খালেদা জিয়ার স্বজনরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপার্সন এর মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের বিচার কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
খালেদা জিয়াকে সরকারের নির্বাহী ক্ষমতার জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, তাদের আবেদনের অপেক্ষায় আছি আবেদন করলে অবশ্যই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ তারিখে এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়ার কারাবাস ছয় মাসের জন্য স্থগিত করে।
দুর্নীতির দুটি মামলায় সরকার কয়েকবার তার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ বাড়িয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে পাঁচ বছরের কারাদণ্ডের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে তিনি দ্বিতীয় দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন। তার চিকিৎসার তদারকি করছে তার ব্যক্তিগত চিকিৎসকদের একটি বিশেষ দল।
—ইউএনবি
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
হাসিনা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব