October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 5:48 pm

আমরা এই রাষ্ট্র দেখতে চাইনা, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয় -ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম প্রতিনিধি :

এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, শেখ হাসিনা নিজেকে হিন্দুদের বন্ধু দাবি করতেন অথচ তার আমলেই দেশের বিভিন্ন স্থামে ৪৩ টি মন্দির ভাঙচুর হয়েছে। আমরা এই দেশে হিন্দু মুসলিম ভাই-ভাই, যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে আমরা তাদের  বিরুদ্ধে।

তিনি বলেন নিরাপত্তা কেন দলের কাছে নিতে হবে। আমরা এই রাষ্ট্র দেখতে চাইনা,  যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়। আমরা এমন রাষ্ট্র দেখতে চাই যেখানে প্রতিটি জনগণকে রাষ্ট্র নিরাপত্তা দিবে। সেই রাষ্ট্র যারা বিনির্মাণ করতে চায়, আমাদের তাদেরকে নির্বাচিত করা উচিৎ, অন্যথায় এ রাষ্ট্র আবার মাফিয়াতন্ত্রের দিকে যাবে।

বুধবার (১ অক্টোবর) কুড়িগ্রাম পৌর শহরের দক্ষিণপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে কুড়িগ্রাম-২ আসনে জয়লাভ করলে তিনি হিন্দু সম্প্রদায়ের জন্য মাইনরিটি সাপোর্ট সেন্টার তৈরী করবেন। এই সেন্টার নানামুখী জণকল্যাণমূলক ও যাবতীয় সমস্যা নিরসনে মাল্টি ডাইমেনশনাল কাজ করবে।

কুড়িগ্রাম  প্রসঙ্গে তিনি বলেন, কুড়িগ্রামকে আমরা আত্নমর্যাদাশীল জেলা হিসেবে দেখতে চাই।  কুড়িগ্রামের যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে কোন দল বোঝা যাবেনা, কোন মত বোঝা যাবেনা, কোন ধর্ম দেখা যাবেনা, কোন গোষ্ঠী দেখা যাবেনা। আমরা মনে করি কুড়িগ্রামকে উপরে তুলতে  হলে হিন্দু-মুসলিম, ডান-বাম ; সবার আগে কুড়িগ্রাম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গত সপ্তাহ থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা নেতৃবৃন্দের সাথে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ হিন্দুসম্প্রদায়ের লোকজনদের সাথে পরিচিতিমূলক নির্বাচনী গণসংযোগ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ,  মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক, জেলা সদস্য আসাদুজ্জামান, সদর শাখার আহ্বায়ক রাজু আহমেদ রাজ্জাকসহ শতাধিক নেতাকর্মী ।