অনলাইন ডেস্ক :
সবসময় সোজাসাপ্টা কথা বলেন শবনম ফারিয়া। তার এই রাখঢাকহীন কথাবার্তার কারণে অনেকের নিকট অপ্রিয় হলেও বেশি মানুষের পক্ষে তিনি আরো প্রিয় ওঠেন। কেননা ফারিয়া সেইসকল মানুষের কথাই বলেন, যারা ধাক্কা খেয়েছে, উঠে দাঁড়াতে চাইছে।গত সোমবার দেবীখ্যাত অভিনেত্রী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।এই পোস্টে মেয়েরা ‘সম্পর্ক’ নিয়ে কেমন সংবেদনশীল সে বিষয়ে কথা বলেছেন। ফারিয়া শুরুতেই বলেছেন, ‘আসলে আমরা মেয়েরা অনেক বোকা! ব্রেইন না খাটিয়ে, হার্ট খাটাই! প্রফেশনাল লাইফে আমরা যতটা শক্ত, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! স্পেশালি যদি আর্টিস্ট হয় তাহলে তো কথাই নেই। ধরেন বার বার রেড ফ্লাগ দেখছেন, সবাই মানা করছে ঐদিকে যাস না, ওর রেকর্ড কিন্তু ভাল না। আপনি বললেন, “ধুর তোমরা বুঝো না, ও এমন না। ’সম্পর্কে জড়ানো আবেগ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘কেউ প্রমাণসহ ডেকে নিয়ে বললো, আরে এই ছেলে তো মাদকাসক্ত! আপনি বললেন, থাক, ওর ফ্যামিলি লাইফে অনেক সমস্যা ছিল তাই এমন। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলবো। আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার, আপনার মা/বোন অনুরোধ করলো, বাদ দাও। আপনি বললেন, সবার সমস্যা থাকে, কেউ ১০০ ভাগ ভাল না। ওর তো একটাই সমস্যা, মেনে নেই। ’পুরাতন সম্পর্ক সামনে চলে এলে সেটার তুলনা যেভাবে হয়, ‘সে সম্পর্কে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ছেলের এক্স-রা বললো, আমার সাথে এই এই করেছে, আপনি দেখছেন আপনার সাথেও সেইমই হচ্ছে, কিন্তু আপনি বললেন, ঐ মেয়েদের সমস্যা আছে তাই এমন করেছে, আমার সাথে কক্ষনো এমন করবে না। ছেলে রেগে গিয়ে আপনার সব ভাংচুর করে, গায়েও হাত তুলে ফেলছে ২/১ বার। কিন্তু আপনি ভাবেন, তাও তো আমার এক্সের চেয়ে অনেক ভাল ও, অন্তত রাগ কমলে সরি বলে, এই রাগটাই তো একটু বেশি। আমিই বরং চুপ করে থাকি, তাহলেই তো হলো। ’একশ্রেণীর প্রেমিকের অভ্যাস নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘ছেলে আপনার কাছে তাঁর মা, বোন, এক্স সবার বদনাম বলেছে, সবাই কত লোভী, কত খারাপ আর আপনি ভেবেছেন আহারে কত দুঃখী একটা মানুষ। অথচ যে নিজের মা/ বোনকে সন্মান করে না, সে আপনাকে কিভাবে সম্মান করবে এইটা একবারও ভাবেন নাই! মেয়েরা এমনই হয়, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয়! এখন দোষ দিবেন? দেন! আল্লাহ আমাদের এমনই বানিয়ে পাঠিয়েছে! প্রচুর ধাক্কা খাওয়ার ধৈর্য্য, প্রচুর চোখের পানি ফেলার ক্ষমতা, প্রচুর হরমোনাল ইমব্যালেন্স।’শবনম ফারিয়া এই মুহূর্তে ভারতের কাশ্মীরে পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা