October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 5th, 2025, 3:02 pm

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

গাজামুখী ঐতিহাসিক নৌবহর (ফ্লোটিলা) অভিযানে অংশগ্রহণকারী বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন,

আমরা শহিদুল আলম এবং গাজার পাশে আছি— এখন এবং সর্বদা।

ড. ইউনূস বলেন, “শহিদুল এই অভিযানে অংশ নিয়েছেন সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল নিয়ে, যা তিনি দেখিয়েছিলেন ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে ১০৭ দিন কারাবন্দি অবস্থায়ও অটুট রেখে। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।”

তিনি আরও উল্লেখ করেন, “গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আমি বলেছিলাম— মানবিক কষ্টের প্রতি উদাসীনতাই ধ্বংস করছে মানবজাতির সেই অগ্রগতি, যা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে। গাজার পরিস্থিতি সেই ট্র্যাজেডির সবচেয়ে নির্মম উদাহরণ। শিশুরা ক্ষুধায় মরছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল-বিদ্যালয়সহ পুরো মহল্লাগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।”

ড. ইউনূস পুনর্ব্যক্ত করেন, “আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি— এখন এবং সর্বদা।”

ইসরায়েলি সামরিক আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের কারণে গাজায় মারাত্মক মানবিক বিপর্যয় ও দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। এ অবস্থায় ফিলিস্তিনে ত্রাণ পৌঁছে দিতে গত মাসের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশের ৪৫টিরও বেশি নৌযান গাজার উদ্দেশে রওনা হয়।

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে যোগ দেন শহিদুল আলম। তিনি ২৮ সেপ্টেম্বর ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকেই গাজার উদ্দেশে এই নৌবহরে যোগ দেন।

এনএনবাংলা/