December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 26th, 2024, 9:28 pm

আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই ——–রংপুরের পীরগাছায় উপদেষ্টা-আসিফ

আব্দুর রহমান মিন্টু, রংপুর:

রংপুর ব্যুরো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রপ্রীতির বাংলাদেশ চাই, বাংলাদেশের কোন রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনায় কেউ যুক্ত থাকলে তাকে কোন ছাড় দেয়া হবে না। নতুন এই বাংলাদেশ গঠনে যারা আহত-নিহত হয়েছেন, আমরা যেন তাদের ভুলে না যাই। তাদের স্মরণে রাখতে হবে। এসব পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে যে এলাকা ভিত্তিক বৈষম্য রয়েছে, তা নিরসরে আমরা কাজ করছি। ফেসিষ্ট সরকারের সময় গোপালগঞ্জসহ বিশেষ কিছু জেলায় উন্নয়ন হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বৈষম্যহীন জেলাগুলোর উন্নয়নে কাজ করে যাব।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ।

তিনি রংপুরবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, ২৪ -এর গণঅভ্যুত্থানে আপনারা আবু সাঈদের মতো একজন বীর পেয়েছেন। তার কারণে উত্তরবঙ্গের অভাব ঘুচবে। আবু সাঈদের উত্তরবঙ্গের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিনিধিরা নানাবিধ সমস্যার নোট দিয়েছেন, তা উচ্চপর্যায়ে বার্তা পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কোন প্রকার হস্তক্ষেপ, কোন প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া প্রসঙ্গে বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরিফ উদ্দিন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সাংবাদিক সরকার মাজহারুল মান্নান, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ছাত্র সমন্বয়কের পক্ষে সামছুর রহমান সুমন, শহীদ মামুন মিয়া বাবা আজগার আলী, শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম, শহীদ সাইফুলের স্ত্রী রানী বেগম প্রমুখ। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরীর বহুতল ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন ও তিস্তা নদীর উপর উলিপুর-পীরগাছার মধ্যে ব্রীজ নির্মাণের জন্য পানিয়ালের ঘাট পরিদর্শন করেন। এছাড়াও তিনি পীরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।