রংপুর ব্যুরো:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন- আমি কখনও ঝাড়–য়ার বিল আসিনি এবং চিনি না অথচ আমাকে মিথ্যা আসামী বানিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল। দীর্ঘ ৮ বছর আমি ফাঁসির কন্ডেম সেলে বন্দী ছিলাম । গত জুলাই- আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের বিজয়ের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে । আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন বলেই আজ আপনাদের সামনে কথা বলতে পারছি ।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ঝাড়–য়ার বিল বদ্ধভুমী এলাকায় আয়োজিত র্কমী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ শামসুল হক সমাবেশে সভাপতিত্বে করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী। সমাবেশে অন্যান্যের মদ্যে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান খান, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারী মুহাম্মদ মিনহাজুল ইসলাম, রামনাথপুর ইউনিয়ন সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহি পরিষদ সদস্য মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন যারা দুনীতি করে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা কখনও দেশের মানুষের বন্ধু ছিল না এবং আগামীতেও হতে পারবে না । আগামী নির্বাচনে দেশ প্রেমিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনার তিনি আহবান জানান। তিনি বলেন, এই সেই ঝাড়–য়ার বিল বদ্ধভুমি। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এখানে গন হত্যা চালিয়েছিল পাক হানাদার বাহিনীর সেই অপরাধের দায় এ টি এম আজাহারুল ইসলামের উপর চাপিয়ে ৭ কিলোমিটার দুর থেকে দেখা স্বাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিয়েছিল।
উল্লেখ্য এর আগে এ টি এম আজহারুল ইসলাম ঢাকা থেকে সড়ক পথে বদরগঞ্জের শেখের হাট শিমুলতলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সকাল ১১টায় জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদ রেজওয়ানের কবর জিয়ারত করেন । এটিএম আজাহারুল ইসলাম বলেন, ফ্যাসিষ্ট জালিম শাহী বিগত ১৪ বছর আমাকে মিথ্যে মামলায় ফাঁসীর আদেশ দিয়ে জেলে রেখে কন্ঠ রোধ করেছিল। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে জীবনের শেষদিন পর্যন্ত নিজেকে উৎর্সগ করে রাখবো ইনশায়াল্লাহ। তিনি বলেন, বিগত ২০০৯ সাল থেকে জামায়াতে ইসলাম সহ ভিন্নমতের বিভিন্ন রাজনৈতিক দলের লাখ লাখ নেতা-কর্মীকে হত্যা, জেল-জুলুমের শিকার করেছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার। আল্লাহ এই জুলুমের পরিনতিতে ২৪ শের বিপ্লবে ছাত্রজনতার গণঅভ্যুথ্বানে তাদের পতন ঘটিয়েছে। রংপুরের গৌরব আবু সাঈদের জীবন উৎসর্গের বিনিময়ে জালিমের পতন ঘটেছে। দেশ-জাতির কল্যানে সেদিন সে বুক পেতে দিয়েছিল তরুনরা। জালিমরা দেশ ছেড়ে পালিয়েছে।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
সখীপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামীম কামাল আগামী নির্বাচনে শিক্ষিত, সৎ, দেশ প্রেমিক, চরিত্রবান মানুষেরা আমাদের দলের প্রার্থী হবেন