বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান লড়াই–সংগ্রাম হলো আসন্ন নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের নিশ্চয়ভাবে জয় পেতেই হবে, যাতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, আগামী নির্বাচনে কে মনোনয়ন পেলেন বা পেলেন না—এখন এসব নিয়ে ভাবার সময় নয়। জনগণের কাছে বিএনপি কী উপস্থাপন করবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাধা–বিপত্তি সামনে আসবে, আমাদের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণাও চলবে। কিন্তু সবকিছু মোকাবিলা করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি অতীতে পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না।
বিএনপিকে দেশের জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার দল, গণতন্ত্রের আন্দোলনের দল। এই বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে। সাফল্য আসবে শুধু ঐক্য এবং জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আদর্শে অবিচল থাকার মাধ্যমেই।
মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ আমাদের অস্তিত্ব—এটা মনে রাখা জরুরি। আজ একটি পত্রিকায় দেখলাম, ১৯৭১-এর প্রজন্মকে নিকৃষ্টতম বলা হয়েছে। কীভাবে তারা এমন মন্তব্য করার দুঃসাহস দেখায়?
‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির বিভিন্ন নেতারা কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
গুলশানে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজউকের অভিযান, সিলগালা ‘ইজুমি’
এস আলমের পরিবারের প্রায় ১৭ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ
চুরি করতে এসে র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বর্ণালঙ্কার লুট