December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 7th, 2024, 8:13 pm

আমাদের মানুষ মনে করে সমান মর্যাদা দিয়ে হাটবেন, ভারতের উদ্দেশ্যে – মাহমুদুর রহমান মান্না

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

একজন নাগিরক চিন্ময় দাসকে গ্রেফতারের জের হিসেবে ভারতে আমাদের হাই কমিশনে হামলা চালিয়েছে
খুলনায় নাগরিক ঐক্যর দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত।

মানবিক, গনতান্ত্রিক ও কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার লক্ষে খুলনা মহানগর ও জেলার নাগরিক ঐক্যের দ্বি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষে সু শাসন মানবিক গনতন্ত্র ভোটধিকার নিশ্চিত, দুর্নীতি মুক্ত প্রশাসন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে শনিবার ৭ ডিসেম্বর বেলা ১১ টায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে নাগরিক ঐক্যের মহান অহ্বায়ক এ্যাড: মোঃ জাকির হোসেনর সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক এস এম মাহিদুজ্জামান অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলার অহ্বায়ক আব্দুল মজিদ হাওলাদার, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ঐক্যের কেন্দ্রীয় অহ্বায়ক কমিটির সদস্য ইয়ামিন ইসলাম শুভ, কেন্দ্রীয় ছাত্র ঐক্যের অহ্বায়ক তরিকুল ইসলাম, এ সময়ে প্রধান অতিথি নগারিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না ভারতের উদ্দেশ্যে বলেছেন, আমাদের মানুষ মনে করে সমান মর্যাদা দিয়ে হাটবেন, তা না হলে আপনাদের জবাব আমরা ঠিকমতো দেবো।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের একজন নাগিরক চিন্ময় দাসকে গ্রেফতারের জের হিসেবে ভারতে আমাদের হাই কমিশনে হামলা চালিয়েছে। তারা যদি মনে করে ৫৩ বছর বাংলাদেশকে ওরা আমাদের টেনে নিয়ে গেছে। তা হলে ভুল করেছে।

তিনি নির্বাচনের বিষয়ে বলেন, আমরা একটা ভাল ভোট চাই। সরকারের দায়িত্ব একটা ভাল ভোটের ব্যবস্থা করা। নতুন করে পুলিশ নতুন করে বাহিনী, আমলাতন্ত্র সাজান। সংস্কার মানে মানুষকে সুখ দেবে, স্বা”ছন্দ দেবে। সেই অবস্থান সৃষ্টি করতে হবে।