সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন । তবে চলতি বছরই তিনি একটি বড় দায়িত্বে দায়িত্বগ্রহণ করেছেন—গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হন তিনি।
গেল মে মাসে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, শাখাওয়াত ছিলেন তার তিন উপদেষ্টার একজন। সেই সময় তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল।
শাখাওয়াত দেশের পর্যটন খাতের একজন সুপরিচিত বিশেষজ্ঞ। তিনি ঢাকার তারকা হোটেল ওয়েস্টিন, শেরাটন ও হানসার পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন এবং পরবর্তীতে বিসিবি সহ-সভাপতির পদে আসেন। এবার সেই শাখাওয়াত হোসেন নতুন দায়িত্ব হিসেবে হাতে নিলেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব।
শাখাওয়াত হোসেনের সম্পাদকের এই দায়িত্ব দেশের ক্রীড়া ও সাংবাদিকতা ক্ষেত্রের জন্য একটি বড় সংযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর সময় লাগে: গভর্নর
অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি
এবার গুলশান থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী