স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আপনারা জানেন আমাদের সময় খুব বেশি দিন নাই। এ কারণে এর আগেই আমরা একটা কৃষি আইন করে দিয়ে যাব।’
আজ বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় দুপুরে ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, এই কৃষিজমি যেন অন্য কোনো কাজে ব্যবহার না করতে পারে। রোডস অ্যান্ড হাইওয়ে যখন কোনো রাস্তা করে জমির মালিককে তিন গুণ দাম দিতে হয়—তেমনি এলজিইডিকেও তিন গুণ দাম দিতে হবে।
উপদেষ্টা আরও বলেন, পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করবেন, আগে দেখেছেন চটের ব্যাগ ব্যবহার করতেন বাপ-দাদারা। ওই রকম আপনারাও করবেন। দেখবেন আমাদের কৃষির উন্নতি হবে এবং পরিবেশবান্ধব জিনিস হবে।
এ সময় উপদেষ্টা কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করে দেন–এটা খুব অন্যায় কাজ। উপরের মাটিটা যে আপনারা দিয়ে দেন ওটাকে আমরা দোআঁশ মাটি বলি। ওটা নষ্ট করে দিলে ভালো ফসল উৎপাদন হয় না।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ জেলা, উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে দীর্ঘ আট মাস ধরে পরীক্ষামূলকভাবে দুটি মিনি কোল্ডস্টোরেজ চালানোর পর এবার মাঠপর্যায়ে ব্যবহারের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ
যুক্তরাষ্ট্রের শুল্কারোপে ভারতের বড় শহরগুলোর টেক্সটাইল ও পোশাক কারখানা বন্ধ
নির্বাচনী রোডম্যাপ অনুমোদন, শিগগিরই প্রকাশ করবে ইসি