July 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 20th, 2025, 6:29 pm

আমার কিছু হলে মুনির দায়ী হবে: ইমরান

ইমরান খান ও আসিম মুনির/ ছবি: প্রো পাকিস্তানি

 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, বিশ্ব বিখ্যাত ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান জেলবন্দি থাকা অবস্থায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

৭২ বছরের এই রাজনীতিবিদ তার দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেলের মধ্যে তার বা স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেন আসিম মুনিরের কাছে জবাবদিহি চাওয়া হয়।

সম্প্রতি পিটিআই প্রধান এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, গত কয়েক দিন ধরে দুর্ব্যবহারের মাত্রা আরও বাড়ানো হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এমনকি তার ঘরের টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। যা মানবাধিকার লঙ্ঘন। আর এসব কিছুর নেপথ্যে রয়েছেন আসিম মুনির। তার নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান।

ইমরান খান ও আসিম মুনির।

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত দু’বছর ধরে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী রয়েছেন ইমরান খান এবং‌ তার স্ত্রী বুশরা বিবি।

ইমরানের বক্তব্য, প্রধানমন্ত্রী থাকাকালীন, আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এর পরেই পিটিআই-এর জুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলে, আমি তা প্রত্যাখান করে দিই।

বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির। ইমরানের দাবি, এর পর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তার উপরে।

তিনি আরও লিখেছেন, আমার বা আমার স্ত্রীর কিছু হলে দায়ী থাকবেন মুনির— সেই মতো আমি আমার দলকেও আগে থেকে জানিয়ে রাখছি।

এনএনবাংলা/আরএম