October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 24th, 2025, 5:54 pm

আমার দেশ কোন ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয় : মাহমুদুর রহমান

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমার দেশ কোন ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয়। অনেক ত্যাগের বিনিময়ে আমার দেশের এক একজন প্রতিনিধি একে ব্যান্ডে পরিণত করেছেন। আমার দেশের একমাত্র দায়বদ্ধতা এ দেশের জনগন, পত্রিকার পাঠক, নিজের বিবেক ও সর্বপরি মহান আল্লাহর কাছে।
শুক্রবার খুলনায় দৈনিক আমার দেশ এর খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
আমার দেশ সম্পাদক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে গেছে। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়বে। যাদের কারণে দেশ অস্থিতিশীল হচ্ছে তাদের একটা পক্ষ হচ্ছে রাজনীতিবীদ। এজন্য আমাদের নিরপেক্ষ হয়ে নিউজ দিতে হবে। আমি বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। মানুষের পক্ষে রাজনীতি করি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করি।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ’র পরিচালক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি ও মহাসচিব এম আবদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ এর মফস্বল সম্পাদক আবু দারদা যোবায়ের। খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ ও যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহসান কবীর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজ জোয়াদ্দার।
মাহমুদুর রহমান বলেন, শুরুতেই মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এতোক্ষন আমরা যে আলোচনা শুনছিলাম, ১১ বছরে আমাদের প্রতি যে জুুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার এবং ভারতের সা¤্রাাজ্যবাদ, এর থেকে মুক্তি আমরা পেয়েছি এই মহান জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাত্র ৯ মাসের মধ্যে যেন আমরা সেই শহীদদের ভুলতে বসেছি। যেন ৯ মাসের মধ্যেই আমাদের সেই জুলাই বিপ্লবের ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে। এবং সেই সুযোগে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে এবং ভারতীয় সাম্প্রাজ্যবাদ আবার বাংলাদেশের ওপর থাবা বসাতে চাচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্বলতার কারণে। সেখানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এবং আমাদের কিছু কিছু সরকারি কর্মকর্তাদের তাদের যে মাত্রা সেটা তারা অতিক্রম করবার চেষ্টা করছেন। এগুলোর কারণে আজকের বাংলাদেশে স্বাধীনতা আবার হুমকির মুখে পড়েছে। এই বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের উপস্থিতির জন্য। আমি সত্যিই খুবই আনন্দিত হয়েছি। এতো দুর দুরান্ত থেকে আপনারা সবাই এসছেন আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে। এবং আপনাদের উপস্থিতি মধ্যে দিয়ে প্রমানিত হয়েছে যে আমার দেশ পরিবারের ঐক্য কতোটা শক্তি। আমাদের জুলাই বিপ্লবের ঐক্যর ফাটল ধরতে পারে কিন্তু আমার দেশ পরিবারের ঐক্যে কখনো ফাটল ধরবে না ইনশাআল্লাহ।
মাহমুদুর রহমান পত্রিকার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরে বলেন, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় একে চালু করা এবং পাঠকের হাতে তুলে দেওয়া ছিল চ্যালেজ্ঞ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। আমাদের নিজস্ব প্রেস থেকে ছাপা শুরু হয়েছে। আমাদের নিউজ অনলাইনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক হিট হচ্ছে। আজকের লিড নিউজ মাত্র ৮ ঘন্টায় মিলিয়ন পাঠক হিট করেছেন।
তিনি বস্থনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের সচেতন থাকার নির্দেশ দেন। বলেন, আপনার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্ত নিউজ দিতে হবে সঠিক ভাবে। পাঠক রাজনৈতিক নিউজ পড়তে পছন্দ করে। আমরা জানিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে। পরিস্থিতি যাই হোক আপনার যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। যদি আমরা আশা করি যে এই অনিশ্চয়তা কেটে যাবে। ইউনুস সরকার টিকে যাবে। এবং ইউনুস সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় আপনাদের কিন্তু পরীক্ষা আরও বাড়বে। কারণ নির্বাচনের সময় আপনি চিন্তা করবেন আমি জামায়াতের সাপোর্টার, কাজেই জামায়াতের পক্ষে নিউজ করবো। আবার আপনি চিন্তা করেন, আমি বিএনপির সাপোর্টার বিএনপির পক্ষে নিউজ করবো, এটা চলবে না। এটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনারা আর আমার দেশ এর সাথে কাজ করতে পারবেন না।
মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পরিবার আপনার জেল খেটেছেন, লড়াই করেছেন, অত্যাচার সহ্য করেছেন, সহ্য করে আমার দেশের ব্রান্ড তৈরি করেছেন। কোন ব্যক্তি বা দল ব্যান্ড তৈরি করে দেয় নাই।বরং রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিৎ। আমার দেশের যে লড়াই সে লড়াইয়ের বেনিফিশিয়ারি বিএনপি ও জামায়াত বাংলাদেশে। বিএনপি এবং জামায়াতের কাছ থেকে আমরা কোন উপকার নেই নাই। বরং বিএনপি জামায়াত আামদের কাছ থেকে উপকার নিয়েছে। তাদের বয়েস আমার বলেছি আমাদের জীবনের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে। এজন্য তাদের কৃতজ্ঞ থাকা উচিৎ।
সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার সকল জেলা, উপজেলা এবং বিশ^বিদ্যালয় প্রতিনিধি অংশ নেন। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। দুপুরের আগেই সবাই পৌঁছে যান। দীর্ঘদিন পর পত্রিকা প্রকাশনায় আসা এবং পুনরায় কাজের সুযোগ পেয়ে অনেক প্রতিনিধি ছিলেন আবেগে আপ্লুত। তারা দলবদ্ধ হয়ে আলোচনা ও আড্ডায় মেতে ওঠেন। ছবি তোলার যেন প্রতিযোগিতা চলতে থাকে। বিভিন্ন জেলার পক্ষ থেকে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছোয় সিক্ত করা হয়।