January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 7:48 pm

‘আমার পরিচিতদের নোংরা ছবি পাঠাচ্ছে’

অনলাইন ডেস্ক :

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’Ñস্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব শ্রীলেখা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েই বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। তার দাবি ‘ভুয়া একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আমার পরিচিতদের নোংরা ছবি পাঠানো হচ্ছে।’ এ বিষয়ে শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে ভূয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিন শর্ট দিয়ে লিখেছেনÑ‘আমার নাম নিয়ে এই অ্যাকাউন্ড থেকে আমার পরিচিতদের ফোন করা হচ্ছে, নোংরা ছবি পাঠানো হচ্ছে। এই ফেক অ্যাকাউন্টের নামে রিপোর্ট করুন। কেউ নিশ্চয়ই আমার মানহানি করার চেষ্টা করছে।’ এবারই প্রথম নয়, এর আগেও ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিপাকে পড়েছিলেন শ্রীলেখা। পূর্বের মতো এবারো বিষয়টি শক্ত হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই অভিনেত্রী। শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেন এই অভিনেত্রী। এরইমধ্যে সিনেমাটির ট্রেইলারও মুক্তি পেয়েছে। স্মৃতি মাখা একটি ছাঁদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন এই অভিনেত্রী।