নিজস্ব প্রতিবেদক:
ছোট পর্দায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম একজন তাসনিয়া ফারিণ। যার টোল পড়া গালের হাসির মায়ায় বুঁদ হয়ে থাকেন তরুণেরা। যার সাবলীল অভিনয়ের মধ্যে নিজেকে খুুঁজে পান তরুণীরা। নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে এরইমধ্যে সবশ্রেণির দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এবার তিনি কাজ করলেন একটি নতুন নাটকে। যেটির চিত্রনাট্য লিখেছেন নাটকটিতে তারই বিপরীতে অভিনয় করা জোভান। এ নাটকের নাম ‘আমার বার্থ ডে’। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী। পরিচালক জানান, তিন দিন ধরে রাজধানীর পুরান ঢাকায় নাটকটির শুটিং চলছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মনুরা মিঠু, রেশমি, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ। নাটকের গল্প নিয়ে নির্মাতা সহিদ উন নবী বলেন, ‘মজার একটি গল্প রয়েছে এ নাটকে। রোমান্টিক কমেডি ঘরানার একটা কাজ। দর্শকরা যেমন গল্প পছন্দ করেন আজকাল। ভালো বাজেটে এবং বড় আয়োজনে এর শুটিং করছি। আমার বিশ্বাস কাজটি দর্শকরা পছন্দ করবেন।’ অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘গল্পটা খুবই সুন্দর। চরিত্রগুলোও বেশ। কাজ করে আনন্দ পাচ্ছি। অনেক প্রিয় শিল্পীরা কাজ করছেন এখানে। একটা উপভোগ্য টিম।’ পরিচালক নিশ্চিত করলেন, পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভিতে প্রচারে আসবে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত