আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে পরপর কয়েকটি ভূমিকম্পকে ‘আল্লাহর খেলা’ বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই চট্টগ্রাম বন্দরের লিজ–সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং সেই ঘটনার পরপরই দেশে একাধিক ভূমিকম্প অনুভূত হয়। তিনি বলেন, ‘এটা আল্লাহরই খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিলো, সেই দিনই আবার পোর্ট লিজের চুক্তিও করে ফেলল। তারপরই দেশে জোরালো ভূমিকম্প হলো, তাও পরপর দুই দিন।’
ভূমিকম্পে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আর আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত হোক—এই কামনা করি। কারণ দেশে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ অব্যবস্থা এখন স্পষ্ট। আমি ক্ষমতায় থাকলে এভাবে কেউ চিকিৎসাবঞ্চিত হতো না। আমরা সঙ্গে সঙ্গেই উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করতাম। কিন্তু বর্তমান সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ।’
উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার উদ্যোগ নিয়েও তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। লিজের বৈধতা নিয়ে দায়েরকৃত রিটের শুনানিতে হাইকোর্ট গত ৩০ জুলাই রুল জারি করে জানতে চায় কেন চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ওই রুলের শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি স্থগিতের পক্ষে মত দেন, তবে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন।
এদিকে চলতি বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল দুলে ওঠে। এতে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু ঘটে। এছাড়া ২২, ২৩, ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর দেশজুড়ে আরও বেশ কয়েকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
তবে কি বাংলাদেশে আসছে পেপ্যাল?
নিবন্ধন পাচ্ছে অনশন করা সেই তারেকের ‘আমজনতার দল’
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত