সংযুক্ত আরব আমিরাতের সরকারি স্কুলগুলোতে এখন থেকে প্রতিদিন ক্লাস চলাকালীন জোহরের নামাজের জন্য নির্ধারিত বিরতি দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর এ সিদ্ধান্ত দেশের ৫১২টি সরকারি স্কুলে বাস্তবায়ন হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত (স্থানভেদে সময় সামান্য ভিন্ন হতে পারে) জোহরের নামাজের বিরতি থাকবে। এ সময়ে সব ধরনের পাঠদান বন্ধ থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী সবাইকে জামাতে নামাজে অংশ নিতে হবে।
শিক্ষার্থীরাই আজান দেবে, নামাজের প্রস্তুতি নেবে এবং আলাদা হলে জামাতের কাতারে দাঁড়াবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই নৈতিকতার শিক্ষাও নিতে হবে।
এছাড়া প্রতিদিনের নামাজে কারা অংশগ্রহণ করেছে তার তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বেসরকারি স্কুলগুলোর জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয়, যদিও অনেক প্রতিষ্ঠান আগেই স্বেচ্ছায় একই ধরনের ব্যবস্থা চালু করেছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি
শুক্রবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ