নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাস্তায় ১ লাখ দিরহাম পড়ে থাকতে দেখে তুলে নেন এক প্রবাসী। তবে কুড়িয়ে পাওয়া এই অর্থ নিজের কাছে রেখে না দিয়ে পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি। আমিরাতের ১ লাখ দিরহাম বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান।
স্বদেশ কুমার নামের এই ভারতীয় প্রবাসী দুবাইয়ের আল বারসা এলাকায় অর্থগুলো পান। এগুলো ফেরত দেওয়ায় তাকে পুরস্কৃত করেছে পুলিশ। এছাড়া এই মহৎ কাজের জন্য তাকে দেওয়া হয়েছে সততা ও দায়িত্বশীলতার সার্টিফিকেট।
বারসা পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার মাজিদ আল সুয়াইদি বলেছেন, সাধারণ মানুষের এ ধরনের সততা তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হচ্ছে।
স্বদেশ কুমার জানিয়েছেন, প্রকৃত মালিক যেন অর্থগুলো পান সেজন্যই তিনি এগুলো পুলিশের হাতে তুলে দিয়েছেন। আর এ বিষয়টি তার দায়িত্ব।
আরও পড়ুন
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ৮০ কোটি টাকার লটারি জয়
ওভাল অফিস থেকে জাকারবার্গকে বেরিয়ে যেতে বলা হয়
তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে রাশিয়ার স্বীকৃতি