January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 17th, 2022, 7:53 pm

আমিরাতে বসতে পারে এশিয়া কাপের আসর

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়লেও রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। তার পরও এশিয়া কাপের আয়োজক থাকতে বদ্ধপরিকর ছিল শ্রীলঙ্কা। কিন্তু রোববার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা জানালেন, টুর্নামেন্ট সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ডি সিলভা বলেন, ‘এশিয়া কাপ খুব-সম্ভব হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ’ ছয় জাতির এশিয়া কাপের ভেন্যু হিসেবে এখনো শ্রীলঙ্কার নামই আছে। এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সফলভাবে শেষ করা ও পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজ আয়োজনের প্রস্তুতি শ্রীলঙ্কাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। গত বৃহস্পতিবার ডি সিলভা বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিতে আছি, তার পরও আমরা শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনে খুবই আত্মবিশ্বাসী। গলে কেবলই আমরা অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করলাম। পাকিস্তানও এসেছে দেশে। ’এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই পর্ব উতরে আসা একটি দল।