অনলাইন ডেস্ক :
অক্ষয় কুমারের দিন ভালো যাচ্ছে না। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি তার সর্বশেষ দুটি ছবি ‘বচ্চন পান্ডে’ ও ‘সম্রাট পৃথ্বীরাজ’। ৩১ জুলাই ‘বচ্চন পান্ডে’র টেলিভিশন প্রিমিয়ার। এই উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন কাজের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। অক্ষয় বলেছেন, ‘আমার পছন্দের বিষয় হলো কমেডি অভিনয়। বিভিন্ন চরিত্র নিয়ে নীরিক্ষা করতে আমি পছন্দ করি। নতুন কাজের পেছনে ছুটে চলার তৃষ্ণা আছে আমার। আমি খুবই লোভী, কাজের ব্যাপারে। ’
শক্তিমান এই অভিনেতা বলেন, ‘এ ধরনের ছবিতে অনেক দিন পরে কাজ করেছি। ছবিটি দর্শক ধরে রাখার মতো। ’
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও ফারহাদ সামজি পরিচালিত ‘বচ্চন পান্ডে’ সিনেমাটি বানানো হয়েছে একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে। এই সিনেমায় অক্ষয় কুমার, কৃতী শ্যানন ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও আরশাদ ওয়াসি।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান