January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 11th, 2024, 8:27 pm

আমি তাকে আমার মা মনে করি: দীঘি

অনলাইন ডেস্ক :

ঢালিউড অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন তিনি। বড় হয়েছেন বাবা সুব্রতর কাছেই। প্রায় সময় দীঘির কণ্ঠে মাকে নিয়ে নানা আক্ষেপ শোনা যায়। তবে সম্প্রতি দীঘি জানালেন, একজনকে নিজের মায়ের মতো মনে করেন তিনি। সেটা আর কেউ নন, অভিনেত্রী শাবনূর। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই তারকার মাঝে নিজের মাকে খুঁজে পান দীঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূরের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতির পরিবার দিবসে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। সেখানেই ফ্রেমবন্দি হন তারা।

আর সেই ছবি ফেসবুকে শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি তাকে আমার মা মনে করি। শাবনূর আন্টি।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। দীঘির এমনটা মনে করার পেছনে যথেষ্ট কারণও রয়েছে। এই নায়িকা যখন শিশুশিল্পী হিসেবে সিনেমায় পথচলা শুরু করেন, তখন শাবনূরের মেয়ের চরিত্রেও কাজ করেছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত ‘১ টাকার বউ’ সিনেমায় শাবনূরের মেয়ের চরিত্রে দেখা গেছে দীঘিকে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দীঘি।