January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 8:36 pm

আমি নির্বাচন নিয়ে ভারত সরকারকে কিছু বলিনি: ড. মোমেন

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সাহায্যের আহ্বান জানানোর কথা অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে আমি অনেক দূরে। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি নির্বাচন নিয়ে ভারত সরকারকে কিছু বলিনি।’

সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগদানের পর মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মোমেন জানান, চলমান বৈশ্বিক অস্থিতিশীলতার আলোকে বাংলাদেশে স্থিতিশীলতা প্রসঙ্গে তার ভারত সরকারের সঙ্গে কথা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মোমেন বলেন, তিনি ভারত সরকারকে শেখ হাসিনাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন, যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন।

তার এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার জেরে পরের দিন পররাষ্ট্রমন্ত্রী এর ব্যাখ্যা দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীকে তার সরকারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেছিলেন।

—-ইউএনবি