জেলা প্রতিনিধি, রংপুর:
আওয়ামীলীগের সাথে জাতীয় পার্টি আছে এবং থাকবে। ১৯৮৬ সালে আওয়ামীলীগ জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে নির্বাচনে এসেছিল। আর জাতীয় পার্টি আওয়ামীলীগের সাথে জোট করে আওয়ামীলীগকে সরকার গঠনে সহায়তা করেছে। এর আগে আওয়ামীলীগ সরকারের সাথে জাতীয় পার্টির কয়েকজন মন্ত্রী ছিলাম। এবার আমরা বিরোধী দলে আছি, তার মানে সম্পর্ক খারাপ হয়েছে, না ভাল আছে। রাজনৈতিক কারনে বিরোধী দল হিসাবে বিরোধীতা করতে হয়। আমি এলজিআরডি প্রতিমন্ত্রী থাকায় আমার এলাকার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, তিস্তা নদীর বরাদ্দ, গরুর মাংস বৃদ্ধি ও দুগ্ধ উৎপাদন প্রকল্প, ন্যাশনাল সার্ভিসসহ সব দিয়েছে প্রধানমন্ত্রী আমার মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য, আমি উন্নয়ন করেছি। এখন বিরোধী দলে থাকলেও আমি প্রধানমন্ত্রীর কাছে যা চাই তা পাই, ওনি আমাকে ভালবাসেন। গত শনিবার সন্ধ্যায় গঙ্গাচড়া ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঁঙ্গা এমপি। তিনি আরে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সফল একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনি দেশের মানুষের কল্যাণে ব্যাপক উন্নয়ন করেছেন। এখন আওয়ামীগের উন্নয়নের সাথে জাতীয় পার্টিও অংশীদার। রাঁঙ্গা গঙ্গাচড়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লাঙ্গলে ভোট কামনা করেন। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাপা নেতা সাজু আহম্মেদ লালের সভাপতিত্বে ও জাপা নেতা সাংবাদিক আলী আরিফ সরকার রিজু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জাপার আহবায়ক নুর আমিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাপা নেতা মতিয়ার রহমান, গঙ্গাচড়া ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক ও জাপার চেয়ারম্যান প্রার্থী মাহফুজার রহমান দুলু, জাপা নেতা সুজা উদ্দিন আহম্মেদ রানা, সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব নুর নবী রানা, যুব সংহতির আহবায়ক নুরুল হুদা নাহিদ, ছাত্র সমাজের সদস্য সচিব আলা উদ্দিন নাইম প্রমুখ। জনগণের ব্যাপক উপস্থিতি হওয়ায় মতবিনিময় সভাটি জনসেবায় রুপান্তরিত হলে এমপি রাঙ্গা মাহফুজার রহমান দুলুকে জাপার মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে লাঙ্গলে ভোট দিয়ে দুলুকে বিজয়ী করার জন্য জনগণের সম্মতি চান। উপস্থিত জনগণ হাত তুলে সম্মতি দিলে তিনি দুলুর হাতে লাঙ্গল প্রতীক তুলে দেন।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ