অনলাইন ডেস্ক :
একের পর এক ছবির সাফল্য আর অনিন্দ্য অভিনয় নিয়ে প্রশংসায় ভাসছেন কিয়ারা আদবানি। একই সঙ্গে ‘অহংকারী’ বলে নিন্দাও শুনতে হচ্ছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা আর নিন্দা- এই সময়ে শুধু কিয়ারার বেলায় চোখে পড়েছে। কেন তাকে ‘অহংকারী’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে, তা নিয়ে এবার মুখ খুলেছেন এ বলিউড অভিনেত্রী। সম্প্রতি অভিনেতা আরবাজ খানের ‘পিচ সিজন-২’ এ অংশ নিয়ে তিনি বলেছেন, যারা আমাকে নিয়ে ‘অহংকারী’ বলে ট্রল করছেন, তারা আসলে জানেন না, বলিউডে কাজের ক্ষেত্রটা কেমন। বড় অভিনেতা থাকার পরও কেন ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, সেটা তো জানতে হবে। এমনি এমনি তো আর কোনো ছবি হাতছাড়া করি না। নিশ্চয় তার পেছনে কারণ থাকে। অথচ মানুষ আগপিছ না ভেবেই সেলিব্রিটিদের যা ইচ্ছে মন্তব্য করে বসেন। তিনি আরও বলেছেন, ট্রল নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাই না। কিন্তু এটাও সত্যি, মাঝেমধ্যে ট্রলিং আমাকে আহত করে। কেন সবাই বুঝতে চায় না- সবারই ইমোশন আছে। জেনে-বুঝে কাউকে আঘাত দেওয়ার কোনো মানে নেই। কাউকে মানসিকভাবে আঘাত দেওয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। আর আমি মোটেও অহংকারী নই। যদি অহংকারী হতাম, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারতাম না।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম